চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১

আলমডাঙ্গায় বজ্রপাতে নিহত ও আহতের পরিবারকে অনুদান প্রদান

সমীকরণ প্রতিবেদন
জুলাই ৮, ২০২১ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে বজ্রপাতে নিহত খাইরুল ও আহত আব্দুল হামিদের পরিবারকে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল বুধবার চেক প্রদান করেন ভাংবাড়িয়া ইউপির চেয়ারম্যান কাওছার আহম্মদ বাবলু।
জানা গেছে, গত ২৯ জুলাই মঙ্গলবার বজ্রপাতে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের শুকুর আলীর ছেলে খায়রুল ইসলাম নিহত হন। এসময় একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ আহত হন। এ ঘটনায় গতকাল বুধবার দুপুর ২টার দিকে ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহত খায়রুল ইসলামের পরিবারের হাতে ১৫ হাজার ও আহত আব্দুল হামিদের পরিবারের হাতে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব তোফাজ্জেল হোসেন সেন্টু, মিজানুর রহমান বাদল, দিপু মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, আহমদ আলী, ইউপি সদস্য গিয়াসউদ্দিন মালিতা, সাজেদুল ইসলাম, রিপন বিশ্বাস, ইসমাইল হোসেন ঈসা, শেখ জাফর আলী, মনোয়ার হোসেন মনা, আমেনা খাতুন, নাজেরা খাতুন, এনামুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।