আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
- আপলোড টাইম : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৪৮৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তোমরাই হবে আগামী দিনের কারিগর
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় আলমডাঙ্গা বি’টিম ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বালক গ্রুপে ঘোলদাড়ী প্রাথমিক বিদ্যালয় বনাম জোড়গাছা প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত প্রতিযোগিতায় জোড়গাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোলদাড়ী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে বালিকা গ্রুপে উদয়ন বালিকা বিদ্যালয় ২-০ গোলে পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় তিনি বলেন, খেলাধূলার পাশাপাশি তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তোমরাই হবে আগামী দিনের কারিগর। জাতীয় সংসদের হুইপ প্রতিটি দলকে নিজেস্ব তহবিল থেকে ৩ হাজার টাকা করে পুরষ্কৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, ওসি (তদন্ত) লুৎফুল কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহি উদ্দিন, সৈয়দ মাসুদুল ইসলাম, ছবির উদ্দিন, হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল ওয়াহেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বৈদ্যনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিরুল ইসলাম। খেলা পরিচালনা করেন তৌহিদুল ইসলাম, ফিরোজুল ইসলাম, তবিবুর রহমান।