আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় অবস্থিত সেবা ফার্মেসির মালিক আলফাজ উদ্দিনকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কমর্তকর্তা (ইউএনও) মো. লিটন আলী। গতকাল মঙ্গলবার নেশা জাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রির দায়ে ওই ফার্মেসি মালিককে জরিমানা করা হয়।
জানা যায়, আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে আলফাজ উদ্দিনের হাটবোয়ালিয়া বাজারে সেবা ফার্মেসি নামের একটি ফার্মেসি রয়েছে। ফার্মেসিতে নেশার কাজে ব্যবহৃত ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রির অভিযোগে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রির অভিযোগে ওই ফার্মেসি মালিককে আটক করে। আটকের পর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে অবহিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলফাজ উদ্দিনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত