আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে হামিদুল ইসলাম নামের এক প্রতিবন্ধীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে তারই বড় ভাই মহিদুল ইসলামের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রতিবন্ধী হামিদুল ইসলাম আলমডাঙ্গা থানায় হাজির হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ করেন। প্রতিবন্ধী হামিদুল ইসলাম আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। জানা যায়, প্রতিবন্ধী হামিদুল ইসলাম ছাগল পালন করে জীবিকা-নির্বাহ করে আসছে। সে পৈত্রিক সূত্রে পাওয়া একখণ্ড জমিতে মাটির ঘর বানিয়ে বসবাস করে আসছিলে। তার বড় ভাই মহিদুল ইসলাম ওই জমিটুকু জবর দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেছে। প্রতিবন্ধী হামিদুল এর প্রতিবাদ করলে তাঁকে মারধরের ভয় দেখায় বড় ভাই। এ ঘটনার জের ধরে মহিদুল ইসলাম গতকাল আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।