নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় খায়রুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে প্যাথেডিন ইনজেকশনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিক পিটিআই মোড় থেকে তাঁকে আটক করা হয়। আটক খায়রুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার নতুন বাসস্ট্যান্ড পাড়ার মৃত উম্মাদ আলীর ছেলে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে পিটিআই মোড়ে অভিযান চালায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওই আসামি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশী চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ১০ অ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যের এক কর্মকর্তা বাদী হয়ে আটক আসামির নামে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।