ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গায় পৌর ও ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভা শুরু আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আজ থেকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হতে যাচ্ছে। ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে এই অনুষ্ঠান একটানা ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৫ দিনব্যাপী চলবে বলে জানানো হয়। প্রতিটি ইউনিয়ন থেকে বর্ধিত সভায় তৃণমুল পর্যায়ের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের এক হাজার নেতাকর্মি প্রতিদিন উপস্থিত থাকবে। ইতিমধ্যেই স্ব-স্ব ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে বর্ধিত সভার কার্ড নেতাকর্মিদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হবে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। এসময় জাতীয় সংসদের হুইপের পরামর্শে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ আলমডাঙ্গা সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে মিলিত হন। প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয় ২৮ আগষ্ট ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ২৯ আগষ্ট ডাউকী ইউনিয়ন, ৩০ আগষ্ট বেলগাছি ইউনিয়ন, ৩১ আগষ্ট কালিদাশপুর ইউনিয়ন, ১ সেপ্টেম্বর নাগদাহ ইউনিয়ন, ২ সেপ্টেম্বর খাসকররা ইউনিয়ন, ৩ সেপ্টেম্বর বাড়াদি ইউনিয়ন, ৪ সেপ্টেম্বর কুমারী ইউনিয়ন, ৫ সেপ্টেম্বর আইলহাস ইউনিয়ন, ৬ সেপ্টেম্বর হারদী ইউনিয়ন, ৭ সেপ্টেম্বর জামজামি ইউনিয়ন, ৮ সেপ্টেম্বর খাদিমপুর ইউনিয়ন, ৯ সেপ্টেম্বর জেহালা ইউনিয়ন, ১০ সেপ্টেম্বর গাংনি ইউনিয়ন ও ১১ সেপ্টেম্বর আলমডাঙ্গা পৌরসভার তৃণমূল নেতাকর্মিদের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রতিদিনই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পৌর ও ইউনিয়ন আ.লীগের বিশেষ বর্ধিত সভা শুরু আজ

আপলোড টাইম : ০৯:৩৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮

আলমডাঙ্গা অফিস: আজ থেকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হতে যাচ্ছে। ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভার সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে এই অনুষ্ঠান একটানা ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৫ দিনব্যাপী চলবে বলে জানানো হয়। প্রতিটি ইউনিয়ন থেকে বর্ধিত সভায় তৃণমুল পর্যায়ের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের এক হাজার নেতাকর্মি প্রতিদিন উপস্থিত থাকবে। ইতিমধ্যেই স্ব-স্ব ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে বর্ধিত সভার কার্ড নেতাকর্মিদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় বর্ধিত সভা শুরু হবে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। এসময় জাতীয় সংসদের হুইপের পরামর্শে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ আলমডাঙ্গা সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে মিলিত হন। প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয় ২৮ আগষ্ট ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ২৯ আগষ্ট ডাউকী ইউনিয়ন, ৩০ আগষ্ট বেলগাছি ইউনিয়ন, ৩১ আগষ্ট কালিদাশপুর ইউনিয়ন, ১ সেপ্টেম্বর নাগদাহ ইউনিয়ন, ২ সেপ্টেম্বর খাসকররা ইউনিয়ন, ৩ সেপ্টেম্বর বাড়াদি ইউনিয়ন, ৪ সেপ্টেম্বর কুমারী ইউনিয়ন, ৫ সেপ্টেম্বর আইলহাস ইউনিয়ন, ৬ সেপ্টেম্বর হারদী ইউনিয়ন, ৭ সেপ্টেম্বর জামজামি ইউনিয়ন, ৮ সেপ্টেম্বর খাদিমপুর ইউনিয়ন, ৯ সেপ্টেম্বর জেহালা ইউনিয়ন, ১০ সেপ্টেম্বর গাংনি ইউনিয়ন ও ১১ সেপ্টেম্বর আলমডাঙ্গা পৌরসভার তৃণমূল নেতাকর্মিদের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রতিদিনই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।