আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুরের দিকে ছত্রপাড়া সড়কে দামুড়হুদা উপজেলার শাওন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা দামুড়হুদার শিলনও জখম হন। তবে শাওনের পায়ের আঙুল কেটে যাওয়ায় স্থানীয় চিকিৎসকেরা তাঁকে অন্যত্র রেফার্ড করেন। পরে তাঁরা দামুড়হুদার চিকিৎসক ডা. মিলনের কাছে চিকিৎসা নেয়। প্রায় একই সময় বাদেমাজু মাঠের কাছে বদর আলী সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হন। তাঁকে উদ্ধার করে আনন্দধাম আব্দুল হামিদ মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, হাউসপুর ব্রিজের নিকট দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে হারুন মিয়া আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময় মোটরসাইকেল ও পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রান্ত নামের এক যুবক আহত হন। তাঁকেও প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, মুন্সিগঞ্জ গোয়ালবাড়ী গ্রামের আলী কদরের স্ত্রী রোজিনা খাতুন (৩৫) বোনের বাড়ি কুলবাড়ীয়া থেকে নিজের বাড়ি ফেরার পথে বিনোদপুর সড়কে দুপুর ১২টার দিকে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় রোজিনা গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে আনন্দধাম আব্দুল হামিদ মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানার এসআই হুসাইন ফোর্স নিয়ে মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসে। রোজিনা বর্তমানে ক্লিনিকে ভর্তি আছেন।