আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা যায়, গতকাল আলমডাঙ্গা থানার এসআই মোস্তফা ফোর্স নিয়ে আলমডাঙ্গা বাবুপাড়ায় অভিযান চালান। এসময় দুই মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মাদক আইন অনুযায়ী দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।