আলমডাঙ্গায় তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় ও শোক দিবসের প্রস্তুতি সভায় টোটন জোয়ার্দ্দার
- আপলোড টাইম : ০৯:১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
- / ৪৮২ বার পড়া হয়েছে
আসুন ভেদাভেদ ভুলে সবাই নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হই
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার সকল ইউনিয়নের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ছিল, তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই আশা পূরণ করছেন। আমরা যারা তৃণমূলের সাথে জড়িত, আপনাদের কাছে আমার অনুরোধ সোনার বাংলা গড়তে একত্রে সকল ভেদাভেদ ভুলে নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হই। মনে রাখবেন আজ থেকে ৪৩ বছর আগে ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ জাতীয় ৪ নেতা ও তার পরিবারের সকল সদস্যদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। বাংলার জনগণকে সাথে নিয়ে বিচারের মাধ্যমে ঘাতকদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জাতির আশা পূর্ণ হয়েছে, বাকিরা যেখানেই থাক তাদেরও বিচারের আওতায় আনা হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, সহ-সভাপতি মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা মহিলা আওয়ী লীগের সভাপতি সাহিদা ইসলাম, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আসাবুল হক ঠান্ডু, তাছাড়া বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকদের মধ্যে আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, দিদার আলী, আব্দুল হালিম, আইনাল হক, বিল্লাল গনি, সাজিবার রহমান, সমীর দে, তোফাজ্জেল, কবির উদ্দিন, ডা. আনিচ, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলার আব্দুর গাফ্ফার, সৈকত খান, মামুনুর রশীদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, মহিলা নেত্রী আনজিরা খাতুন, সভায় সম্প্রতি চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টিপুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।