আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন মাদকসেবী ও দুই জুয়াড়িকে আটক করেছে। গতকাল শুক্রবার পৌর এলাকার রাধিকাগঞ্জ ও উপজেলার বকসিপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার থানার এসআই শাখাওয়াত ও এসআই গিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার রাধিকাগঞ্জে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাধিকাগঞ্জের কোরবান মোল্লার ছেলে রকি মোল্লা, একই পাড়ার বদর উদ্দিনের ছেলে রাজিব উদ্দিন ও ইমরান মোল্লার ছেলে সোহাগ মোল্লাকে মাদকসেবনরত অবস্থায় আটক করে পুলিশ। এদিকে উপজেলার বকসিপুর গ্রামে এএসআই নাজমুল পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে বকসিপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে শরিয়ত ও একই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে সেকেন্দারকে আটক করেন। আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।