আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা করেছে। গতকাল কৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হুমায়ুন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনে আলমডাঙ্গার পুরাতন বাজার ও আনন্দধাম হাউসপুর ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে বিশ্বাস ট্রেডার্সের মালিক আবদার আলীকে ২ হাজার টাকা, বিকে ট্রেডার্সের মালিক দেবদাস বিশ্বাসকে ২ হাজার টাকা ও সেলিম ট্রেডার্সের মালিক শামিম রেজাকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চুয়াডাঙ্গা পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জামান, পুলিশের এসআই রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।