
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘের্ষ চারজন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদি বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
জানা যায়, ভোগাইল বগাদি গ্রামের বাজার পাড়ার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী শাহারা খাতুনের ক্রয়কৃত জমির সীমানা নিয়ে প্রতিবেশী মৃত তপেল আলী মণ্ডলের ছেলে ইকতার আলীর সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময়ে উভয় পক্ষের সদস্যরা লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পনে। এসময় দই পক্ষের চারজন আহত হয়।
মৃত আব্দুস সাত্তারের মেয়ে হিরা খাতুন অভিযোগ করে বলেন, আমাদের জমির সীমানায় আমার মা একটি খুটি মাটির মধ্যে পুতে রাখছিলেন। এসময় আমাদের প্রতিবেশী ইকতার এসে আমার মা কে খুটি তুলে ফেলতে বলেন। আমার মা তার কথায় কান না দিয়ে নিজের কাজ করতে থাকলে ইখতার আমার মাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এসময়ে আমি ও আমার বোন কামরুনাহার ঠেকাতে গেলে ইকতার আলী, তার স্ত্রী ফজিলা খাতুন ও তার ছেলে রানা মিলে আমাদের দুই বোনকেও পিটিয়ে আহত করে। ইখতার একটি হাসুয়া দিয়ে মায়ের মাথায় কুপিয়ে জখমও করেছে। পরে পরিবারের সদস্যরা আমাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে অভিযুক্ত ইকতার আলী বলেন, আমার জমির ভিতরে শাহারা খাতুন খুটি পুতছিলো। আমি তাকে নিশেষ করলেও সে কোনো কথা শোনেনি। এসময় শাহারা ও তার দুই মেয়ে আমাকে গালিগালাজ করতে শুরু করে। আমি প্রতিবাদ করলে লাঠিসোটা নিয়ে আমিসহ আমার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে আহত করে।