ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গায় ছাত্রের হাতে সরকারি কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান : মামলা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুকে কতিপয় ছাত্র কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানিয়েছে, গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে কতিপয় ছাত্র রকি, হাসান, অটল, সজিব, ও টিটন অধ্যক্ষের অফিসে প্রবেশ করে। উপ-বৃত্তির টাকা ও ফরম পূরণের ব্যাপারে কথা কাটাকাটির একপর্যায়ে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় ফুঁসে ওঠে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষকে লাঞ্ছনার প্রতিবাদে প্রথমে কলেজ প্রাঙ্গণে পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
এসময় বক্তব্য রাখেন, প্রভাষক তাপস রশিদ, সহকারি অধ্যাপক আব্দুল মোনায়েম, আলম হোসেন, সৈয়দ আল মামুন রেজা, মহিদুর রহমান, জেসমিন আরা, ড. মাহাবুবুর রহমান, প্রভাষক লুৎফুন নাহার, মাকছুদুর রহমান, সাইদুর রহমান লিটন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। প্রতিবাদ সভা শেষে হামলাকারী ৫ জন শিক্ষার্থীকে দ্রুত গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের নিকট স্মারকলিপি প্রদান করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর যারা এই নগ্ন হামলার মাধ্যমে লাঞ্ছিত করেছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষকবৃন্দ থানায় আসেন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু বাদি হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে আলাপ করেছেন। তিনি জানিয়েছেন, দোষী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা থেকে ফিরে কলেজে শিক্ষক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের বর্তমান ছাত্র রকি ও টিটনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন- রকি, হাসান, অটল ও টিটনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সভায় এ ঘটনায় জড়িত ২জন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ছাত্রের হাতে সরকারি কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত

আপলোড টাইম : ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮

প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান : মামলা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুকে কতিপয় ছাত্র কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানিয়েছে, গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে কতিপয় ছাত্র রকি, হাসান, অটল, সজিব, ও টিটন অধ্যক্ষের অফিসে প্রবেশ করে। উপ-বৃত্তির টাকা ও ফরম পূরণের ব্যাপারে কথা কাটাকাটির একপর্যায়ে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় ফুঁসে ওঠে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষকে লাঞ্ছনার প্রতিবাদে প্রথমে কলেজ প্রাঙ্গণে পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
এসময় বক্তব্য রাখেন, প্রভাষক তাপস রশিদ, সহকারি অধ্যাপক আব্দুল মোনায়েম, আলম হোসেন, সৈয়দ আল মামুন রেজা, মহিদুর রহমান, জেসমিন আরা, ড. মাহাবুবুর রহমান, প্রভাষক লুৎফুন নাহার, মাকছুদুর রহমান, সাইদুর রহমান লিটন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। প্রতিবাদ সভা শেষে হামলাকারী ৫ জন শিক্ষার্থীকে দ্রুত গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের নিকট স্মারকলিপি প্রদান করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর যারা এই নগ্ন হামলার মাধ্যমে লাঞ্ছিত করেছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্মারকলিপি প্রদান শেষে শিক্ষকবৃন্দ থানায় আসেন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু বাদি হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে আলাপ করেছেন। তিনি জানিয়েছেন, দোষী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা থেকে ফিরে কলেজে শিক্ষক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের বর্তমান ছাত্র রকি ও টিটনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন- রকি, হাসান, অটল ও টিটনকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সভায় এ ঘটনায় জড়িত ২জন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।