নিজস্ব প্রতিবেদক: ফলন বৃদ্ধি, সারের অপচয় কমিয়ে কৃষকের আয় বাড়ানোর উপর গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি ও শস্য কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইএফডিসি আপি প্রকল্পের যৌথ উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম হাসিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক আইএফডিসি কৃষিবিদ আল মোবাশ্বের হোসেন, আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষক সিরাজুল ইসলাম, সিদ্দিক আলী প্রমূখ। ফিড দ্য ফিউচার বাংলাদেশ কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ কর্মকান্ড এনপিকে গুটি প্রয়োগ প্রযুক্তি বিষয়ক মাঠ দিবসে শতাধিক কৃষাণ ও কৃষাণী অংশগ্রহন করেন। সাধারণ ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া প্রয়োগ করে হাইব্রিড ধানী গোল্ড চাষ করে বিঘা প্রতি অতিরিক্ত ৩-৪ মন হারে ফলন বেশী পাওয়া যায়।