আলমডাঙ্গায় গাঁজা বিক্রির অপরাধে কালামের ৬ মাসের কারাদণ্ড!

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বেলগাছি গ্রামের বোমা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বেলগাছি গ্রামের সাহেব মালিথার ছেলে আবুল কালামকে গাঁজা বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর আগে শনিবার রাতে কালাম ওরফে বোমা কালামকে গাঁজা বিক্রিকালে পুলিশ আটক করে।