আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামায়াত-বিএনপি কর্তৃক হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা হাইরোডে বিক্ষোভ মিছিল শেষে আলিফ উদ্দিন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সাহাবুল হক বি এ, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, জেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছামসাদ রানু ও আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি কওছার আলী, হারদী ইউনিয়ন কৃষক লীগের সম্পাদক বকুল আহম্মদ, আতিয়ার রহমান, আসাদুল হক, রেজাউল হক, জিয়ারুল হক, মোছা. রুপভান খাতুন, সাহাদৎ হোসেন, শহীদ মালিথা, ইসকান মালিথা, মাহাতাব উদ্দিন, আহার আলী প্রমুখ।