আলমডাঙ্গায় এইচএসসি পরীক্ষায় পাশের হার সন্তোষজনক মোট শিক্ষার্থী ২১২২, পাশ ১৫৭৯ জন

আলমডাঙ্গা অফিস: এবছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার পর জানাযায় আলমডাঙ্গা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৯১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে ২১ জন জিপিএ ৫, ৯৮ জন জিপিএ-৪, ১৪৮ জন জিপিএ ৩.৫ সহ ৬৯৩  জন পাশ করেছে এবং আলমডাঙ্গা কলেজের বিএম শাখা থেকে ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫ জন জিপিএ-৫, ৩৪ জন জিপিএ-৪, ৩ জন জিপিএ-৩.৫ সহ মোট ৪২ জন পাশ করেছে। আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ থেকে ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫৭ জন পাশ করেছে। এদের মধ্যে ১ জন জিপিএ-৫, ৭ জন জিপিএ-৪, ৩৩ জন জিপিএ-৩.৫ সহ ১৯১ জন পাশ করেছে। এস এস জোহা ডিগ্রী কলেজ থেকে ৪৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন জিপিএ-৪, ৩৯ জন জিপিএ-৩.৫ সহ ৩০৩ জন শিক্ষার্থী পাশ করেছে। এছাড়াও নিগার সিদ্দিক কলেজ থেকে ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১ জন জিপিএ-৫, ৮ জন জিপিএ-৪, ৩০ জন জিপিএ- ৩.৫ সহ মোট ১৭১ জন পাশ করেছে। খাসকররা কলেজ থেকে ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮ জন জিপিএ-৪, ২১ জন জিপিএ-৩.৫ সহ ৯৪ জন পাশ করেছে। জামজামি মহিলা কলেজ থেকে ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ জন জিপিএ-৪, ৭ জন জিপিএ-৩.৫ সহ মোট ৩৪ জন পাশ করেছে এবং শংকরদিয়া কলেজ থেকে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে  ২ জন জিপিএ-৪, ৪ জন জিপিএ-৩.৫ সহ মোট ৫১ জন পাশ করেছে। এ বছর আলমডাঙ্গা ডিগ্রী কলেজে পাশের হার ৭৫.৮২, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের বিএম শাখা ৯১.৩০, মহিলা কলেজে ৭৪.৩২, এম এস জোহা ডিগ্রী কলেজে ৬৬.০১, নিগার সিদ্দিক কলেজে ৭৫.০০, খাসকররা কলেজে ৭৭.০৫, জামজামি মহিলা কলেজে ৯১.৮৯ এবং শংকরদিয়া কলেজে ৮৬.৪৪। সব মিলিয়য়ে আলমডাঙ্গা এইচএসসি পরীক্ষার্থীদের পাশের হার সন্তোষজনক।