আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্ত্বরে উন্নয়ন মেলায় ৪৫টি স্টল শোভা বৃদ্ধি করেছে। তার মধ্যে কৃষি অফিসের স্টল সবার দৃষ্টি আকর্ষণ করেছে। স্টলটির তত্ত্ববধানে আছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এ.কে.এম হাসিবুল হাসান। স্টলে শোভা পাচ্ছে কৃষকের দোরগোড়ায় কৃষি বিষয়ক সেবা সরাসরি পৌছে দেবার লক্ষ্যে উদ্ভাবিত ৩টি এ্যাপ্স যেমন কৃষকের জানাল, কৃষকের ডিজিটাল ঠিকানা, বালাই নাশক নির্দেশিকা সংক্রান্ত ব্যানার, মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী কর্তৃক সরবরাহকৃত কৃষি বিষয়ক দিক নির্দেশনা সংক্রান্ত পোস্টার ও লিফলেট, কৃষি উন্নয়নে কৃষি বিভাগের (১৯৭১-২০১৭) অগ্রগতি, কৃষিতে বাংলাদেশের সাফল্য বিষয়ক পোষ্টার, ভালো বীজের গুণাগুন বিষয়ক পোষ্টার, খামার ব্যবস্থায় যান্ত্রিকীকরণ পোষ্টার, নিরাপদ সবজি পোষ্টার, আলমডাঙ্গা উপজেলায় কৃষি খাতের উল্লেখযোগ্য অর্জন ও উন্নয়নমূলক কার্যক্রম ব্যানার, জাতীর জনক বঙ্গবন্ধুর কৃষি বিষয়ক উক্তি সংক্রান্ত পোষ্টার। যা দেখে সুধিজনদের প্রশংসা কুড়িয়েছে কৃষি অফিসের স্টলটি। স্টলটি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেনসহ সূধীজন।