আলমডাঙ্গায় ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:১৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৬৯৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা স্প্রীং টাচ্ এর আয়োজনে সখি ফিল্ম ও সৃষ্টি মাল্টিমিডিয়ার সহযোগিতায় উপজেলা পরিষদ মঞ্চে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় স্প্রীং টাচ-এর উপদেষ্টা পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সখি ফিল্মস ও সৃষ্টি মাল্টিমিডিয়ার আব্দুর জব্বার লিপু, শামীম রেজা, এইচ আর জীবন, রাশেদুল ইসলাম সাইজি, রাজীবুল ইসলাম রাজীব, আনোয়ার হোসেন, আলমঙ্গীর হোসেন, ওমর খৈয়ুম, মনা, সুজন, শরিফুল ইসলাম রোকন, রাজীব, সোহেল রানা প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন স্প্রীং টাচ্ ব্যান্ড। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্প্রীং টাচ্ এর পরিচালক অসিম সাহা, রাজীব, ড্রামে সুমন, গীটারে মিশেল, রিপন, উৎপল, শামীম, মজনু, সোভান, চান্দু। সামাজিক সংগঠন তরিকার দেখি বাংলার রুপের সকল সদস্যবৃন্দ। পরে ঢাকা থেকে আগত একদল শিল্পী গান ও নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে আসুন গড়ে তুলি সাংস্কৃতিক আন্দোলন, ধ্বংস করি মাদকের আগ্রাসন, মাদককে না বলুন। স্প্রীং টাচ্ এর সাথেই থাকুন। এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।