আলমডাঙ্গায় ইফটিজিঙের দায়ে যুবককে বিনাশ্রম কারাদণ্ড

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে জাহিদ নামে এক ইফটেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জানাযায়, আলমডাঙ্গা গোবিন্দপুর মন্ডলপাড়ার নুরুল ইসলামের ছেলে জাহিদ (১৫), আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের পিছনে একটি বাড়ির দোতলায় বসে বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অশালিন আচরণ ও নানারকমভাবে উত্যক্ত করে আসছিল। গত ২১ আগষ্ট স্কুল চালাকালীন সময়ে একই বাড়িতে স্কুলের কয়েকটি মেয়েকে জাহিদ মেয়েদের সাথে অসালিন আচরণ করার সময় শিক্ষকরা বিষয়টি দেখে ফেলে। তাৎক্ষণিক তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই শিক্ষকরা ছেলেটিকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল বিকাল ৫ টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই শাখাওয়াত হোসেন ও সঙ্গীয় ফোর্স। গতকালই জাহিদকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।