আলমডাঙ্গায় আপত্তিকর অবস্থায় ২ জোড়া প্রেমিক জুটি আটক
- আপলোড টাইম : ০৯:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / ৪৫১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্থানীয় জনতার সহায়তায় ২ জোড়া প্রেমিক জুটিকে আপত্তিকর অবস্থায় আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ও জেহাল ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে এ প্রেমিক জুটি দু’টিকে আটক করা হয়। জানা যায়, ফেসবুকের মাধ্যমে কুষ্টিয়া জেলার খোকসা জানাপুর গ্রামের বাবলু শেখের মেয়ে মর্জিনা খাতুনের (১৯) সাথে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি গ্রামের শামিম কবিরের ছেলে ডিপ্লোমার ছাত্র হাসানুজামানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জের আশ্রায়ন প্রকল্পের একটি ঘরে এ প্রেমিক জুটিকে আপত্তিকর অবস্থায় আটক করে বেরসিক জনতা। পরে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে, কালিদাসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিমন (২২) এরশাদপুর গ্রামের এক বিবাহিত মেয়েকে ফুসলিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেলে মেয়ের পরিবার পুলিশের সহায়তায় এরশাদপুর গ্রামের মেয়ে সুস্মিতা রিয়াকে উদ্ধার করে। এসময় পুলিশ অভিযুক্ত লিমনকে না পেয়ে লিমনের পিতা রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। এই সংবাদ লেখা পর্যন্ত দুই প্রেমিক জুটিকে ছাড়িয়ে নিতে জোর তদবির চলছিল। তবে এসআই লিয়াকত জানান তাদের বিরুদ্ধে মামলা হবে।