আলমডাঙ্গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময়

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের উপ-নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মনোনয়ন দিয়ে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘করোনার কারণে আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেক স্কুলের শিক্ষকদের সঙ্গে আপনারা যোগাযোগ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে বলেন। বাজারে পেঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধি হয়েছে। ভারত কেবল বলেছে পেঁয়াজ রপ্তানি আপাতত বন্ধ রাখবে, তাতেই ব্যবাসায়ীরা সুযোগ নিয়ে দাম বৃদ্ধি করছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাজার মনিটরিং করবেন, যেন এক শ্রেণির ব্যবসায়ীরা বাজারকে অস্থিতিশীল করতে না পারে।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুজ্জামান মল্লিক, হামিদুল ইসলাম আজম ও খন্দকার শাহ আলম মণ্টু। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলীর উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু মুসা, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আবু সাইদ পিণ্টু, নুরুল ইসলাম দিপু, আব্দুর রাজ্জাক, আবু তাহের আবু, তরিকুল ইসলাম, রেজাউল হক তবা, আব্দুল হান্নান শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, বাদশা প্রমুখ।