
আলমডাঙ্গা অফিস: গতকাল সন্ধ্যার দিকেআলমডাঙ্গা রেল ষ্টেশনের কাছে একজন গরু ব্যাপারি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুয়ে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকলে আনছার সদস্য আনজিরা খাতুন তাকে উদ্ধার করে রেলষ্টেশনের বর্ষা ফার্মেসিতে নিয়ে আসে। তারা গরুব্যপারিকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করার চেষ্টা করেন। বর্ষা ফার্মেসির মালিক এই প্রতিবেদককে জানান, গরু ব্যপারির মাজায় একটি টাকা রাখার ব্যাগ পায় কিন্তু তাতে কোন টাকা ছিল না। তাদের ধারণা অজ্ঞান পার্টি তার কাছে থাকা সম্পূর্ণ টাকা লুট করে নিয়ে গেছে। তারা ব্যাপারির জামার পকেট থেতে ১৭ হাজার ১ শত টাকা উদ্ধার করে গচ্ছিত রেখেছে। গতকাল ছিল আলমডাঙ্গা পৌর পশু হাট। তার উপর কোরবানির হাট হওয়ায় গতকাল শত শত ব্যাপারি দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কিনতে আলমডাঙ্গা হাটে ভিড় জমায়। এই ব্যাপারিও গরু কিনতে আলমডাঙ্গা পশু হাটে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। ষ্টেশনের আশেপাশের এলাকার লোক এই প্রতিবেদককে জানায়, অজ্ঞান অবস্থায় তাকে তুলে আনলে প্রথমে অস্পষ্ট ভাষায় যে কথা বলেছে তাতে মনে হয়েছে বরিশাল অথবা, টাংগাইল এলাকার লোক। ঔষধের দোকানদার আলডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলালউদ্দিনকে বিষয়টি অবহিত করলে আলাল তাকে দেখে আলমডাঙ্গা পৌর পশুহাটের মালিক হান্নানকে খবর দেয়। এই সংবাদ লেখা পর্যন্ত অজ্ঞান ব্যাপারির জ্ঞান ফেরেনি বলে জানাগেছে। তবে তাকে চিকিৎসা করার জন্য কোন ক্লিনিকে ভর্তি করার পক্রিয়া চলছিল।