সমীকরণ প্রতিবেদন:
শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে আলমডাঙ্গা থানার ৩৮টি পূজা মণ্ডপের সবকটি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শুক্রবার বেলা ১১টায় তারা দেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা উপজেলা ইউনিট কার্যালয়ে অনুদান বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৩৮টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদানের টাকা তুলে দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। তারা দেবী ফাউন্ডেশনের আয়োজনে অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আলমডাঙ্গা ইউনিটের সদস্য বিজেস কুমার রামেকা, নেসার আহম্মেদ প্রিন্স ও ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।