চুয়াডাঙ্গা শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গার শ্রীরামপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২০ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার শ্রীরামপুরে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে। গত বুধবার ভোরে বন্ধুকে ডেকে কৌশলে বাড়ির বাইরে পাঠিয়ে দুই সন্তানের জননী মধ্যবয়স্ক নারীকে তিন সন্তানের জনক হাফিজ ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘ধর্ষণের শিকার ওই নারীর স্বামীর সঙ্গে অভিযুক্ত একই গ্রামের হাফিজুর রহমান হাফিজ মাছের ঘেরে কাজ করেন। বুধবার ভোরের আজানের পর হাফিজুর রহমান হাফিজ ওই নারীর স্বামীকে মাছের ঘেরে কাজ করার জন্য ডেকে নিয়ে যান। কিছু দূর গিয়ে বন্ধুকে বসিয়ে রেখে হাফিজুর রহমান হাফিজ বন্ধুর বাড়ি যান বিড়ি ধরানোর অজুহাতে। গিয়ে বন্ধুর ঘুমন্ত স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।’ আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গতকালই ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।