আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জামে মসজিদ নিয়ে সৃষ্ট সকল বিরোধ মীমাংশা করে চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার হিসেবে খ্যাত জাহিদুল ইসলামের নির্দেশনায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীরের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বিরোধ ভুলে উপস্থিত সকল মুসল্লির মতামতের ভিত্তিতে কমিটি গঠন সম্পন্ন করেন ওসি আলমগীর কবীর। এ সময় মুসল্লিরাসহ গ্রামবাসী আলমডাঙ্গা থানার ওসিকে সাধুবাদ জানান। হ্যাঁ ও না ভোটে মো. ওমর মালিথা সভাপতি, আব্দুল মজিদ মণ্ডল সাধারণ সম্পাদক, মো. মারফত মণ্ডল ক্যাশিয়ার, বোরহান আলী সাংগঠনিক সম্পাদক, কাটু শেখ, হানু মণ্ডল ও কলিন মিয়া সহসভাপতি, তাজুল ইসলাম, পিণ্টু মিয়া সহসম্পাদক, জুয়েল মিয়া অর্থ-সম্পাদক এবং ফরিদ উদ্দিন ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচি হোন। লক্ষীপুর গ্রামবাসী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে।