আলমডাঙ্গার রংপুরে নববিবাহিতা কিশোরীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
- আপলোড টাইম : ১০:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামে নববিবাহিতা কিশোরী সুমাইয়া খাতুন (১৬) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী কিশোরী আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইয়নিয়নের রংপুর গ্রামের পশ্চিমপাড়ার শরিফুলের স্ত্রী। এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ৪ মাস আগে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের শরিফুলের মেয়ে সুমাইয়া খাতুনের সাথে একই উপজেলার রংপুর গ্রামের পশ্চিমপাড়ার শহিদুলের ছেলে শরিফুলের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই স্বামী শরিফুল বেশ কিছু টাকা যৌতুক দাবি করে আসছিল। গতকাল যৌতুকের টাকার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিত-া হয়। এতে সুমাইয়া খাতুন স্বামীর উপর অভিমান করে নিজ স্বামীর বাড়িতে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে এ ঘটনায় আলমডাঙ্গা থানায় কোন অভিযোগ করেনি নিহতের পরিবার। এবিষয়ে পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রংপুর গ্রামের এক কিশোরী গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে আমি ঘটনাস্থলে যাইনি। লোকমুখে শুনেছি যৌতুকের কোন কারণ থাকতে পারে। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা।