
সমীকরণ প্রতিবেদন:
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে সাধক শিল্পী দরবেশ হেদায়েত শাহ-এর ৯৯তম আবির্ভাব দিবস উপলক্ষে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় সুজন মুক্তারের আয়োজনে এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। বহালগাছি ভক্ত সংঘ আখড়ার প্রতিনিধি আজিমুদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধুসঙ্গের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বেলাল হোসেন ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা। এছাড়াও উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কুদ্দুস আলী, সাধারণ সম্পাদক মো. হায়াত আলী, সাবেক সভাপতি মো. হাফিজ মাস্টার, আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অসংখ্য ভক্তবৃন্দ।