আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার বিকেল সাড়ে চারটায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ওই দিনই সন্ধ্যায় গার্ড অব অনার প্রদান শেষে রাত সাড়ে ৯টায় গোবিন্দপুর জান্নাতুল নাঈম কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক এম এম সেলিম উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৮ সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।