আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে ৩১ জন ভিক্ষুকদের মাঝে ছাগল ও রান্নার সরঞ্জামাদি গত সোমবার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক। ইউপি সচিব আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফা খাতুন, সালেহা খাতুন, সালিমা খাতুন, ওবাইদুল হক, শরিফুল হক, রেজাউল হক, মানিক বিশ^াস, গিয়াস উদ্দিন, সানোয়ার হোসেন, রেজাউল হক আজমত, কুদ্দুস মন্ডল, শেখ আমিন উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ৩১ জন ভিক্ষুককে পূর্নবাসনের লক্ষে ১টি করে ছাগল ও রান্নার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি বিতরণ করেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।