আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বণিক সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সাবেক সভাপতি হাজি শমসের আলী মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাবেক সম্পাদক হাজি রবিউল ইসলাম পকু, বিদায়ী সভাপতি হাজি মকবুল হোসেন, বিদায়ী সম্পাদক শফিকুল ইসলাম, নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও প্রধান নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম। প্রভাষক এ কে এম ফারুকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।