নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৮টি গাঁজা গাছসহ আনারুল সরদার নামের এক ব্যক্তিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের বাইলি শিশির মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আনারুল সরদার বটিয়াপাড়া গ্রামের স্কুলপাড়ার মৃত হারেজ সরদারের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বটিয়াপাড়া বাইলি শিশির মাঠে অভিযান চালিয়ে আনারুল সরদারকে আটক করে। আনারুল সরদারের স্বীকারোক্তিতে তার নিজ জমিতে লাগানো ৮টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ আনারুল সরদারকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।