
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ফরিদপুর সিরাজনগরে প্রয়াত কবি আ ফ ম সিরাজ সামজীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিরাজনগরে কবির মাজার প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় আহ্বায়ক কবি হামিদুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি খন্দকার নজমুল হেলাল। তিনি বলেন, ‘আ ফ ম সিরাজি ছিলেন আপাদমস্তক কবি। সাদা মনের মানুষ। আলমডাঙ্গা লেখক সমাজে তার অভাব পূরণ হবার নয়। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যেকোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
যুগ্ম আহ্বায়ক কবি আবুল কাশেম ও কবি আসিফ জাহানের উপস্থাপনায় স্মরণ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা লেখক সংঘের সভাপতি কবি ডা. সাহিনুর হাইদার, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হোটবোয়ালিয়া সংকেত পত্রিকার সম্পাদক কুরবান আলী মন্ডল, গাংনীর কবি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, দামুড়হুদা সাহিত্য পরিষদের সম্পাদক কবি আব্দুল আলীম, কবি গোলাম রহমান চৌধুরী, কবি হাবিবুর রহমান, কবি ডা. জাকারিয়া আলম, মনিরুজ্জামান, মিম্মা আক্তার মিতা, কবি আব্দুল খালেক, কবি জাহাঙ্গীর, কবি অহর আলী প্রমুখ। সভায় দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুর রহিম। সভা শেষে কবি পত্নীর হাতে কবি সিরাজ সামজির নামে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, আ ফ ম সিরাজ সামজী গত ২২ জানুয়ারি রোববার সকালে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। তিনি ফরিদপুর গ্রামের মৃত সামছদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।