শিরোনাম:
আলমডাঙ্গার পৃথক স্থান থেকে দু’মাদকসেবী আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:১৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
- / ৩৪৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পুলিশ অভিযান চালিয়ে পৃথকস্থান থেকে দু’মাদকসেবীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম করে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার এএসআই রোকন ও এএসআই মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার মালিহাদ গ্রামের আনিছুরের ছেলে আমিরুলকে এএসআই রোকন দুপুরের দিকে স্টেশন এলাকায় মাদক বিক্রয় করার সময় হাতেনাতে ধরে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অন্যদিকে, এএসআই মোস্তফা হারদী ওসমানপুর গ্রামের ফকির চান্দের ছেলে মতিয়ার রহমানকে মাদক সেবনকালে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এব্যাপারে তাদের নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।
ট্যাগ :