আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর মালিতাপাড়ায় একটি তামাক ঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদ মনজের আলীর তামাক ঘরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পারলক্ষীপুর মালিতা পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ মনজের আলীর তামাক ঘরে তামাক পোড়ানোর সময় অসবাধনতাবসত আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো তামাক ঘরে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ৬০ থেকে ৭০ হাজার টাকা মূল্যের তামাক পুড়ে ছায় হয়ে যায়। পরে স্থানীয় জনগণ নিজ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকা-ে ক্ষয়-ক্ষতির কারণে দিশেহারা হয়ে পড়েছেন তামাক চাষি মনজের আলী।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।