ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গার নাট্যকর্মি আহাদ হত্যার ১৮ দিন পার : নেই আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতি নাট্যকর্মি খন্দকার হাকিমুল ইসলাম আহাদকে কুষ্টিয়া ইবি থানাধীন মাঝিলা গ্রামের নিজ বাড়িতে স্ত্রী, জামাইসহ কয়েকজন মিলে হত্যা করার ১৮ দিন অতিবাহিত হলেও এজাহারভুক্ত আসামিরা কেউই আটক হয়নি। এ ঘটনায় আহাদের ৯১ বছর বয়সি বৃদ্ধা মাতা নীরবে অশ্রু বিসর্জন করছেন। জানা গেছে, ঈদুল আযহার আগের দিনগত রাতে এই হত্যাকা- ঘটে। কুষ্টিয়া জেলার ইবি থানার মাঝিলা গ্রামের সাবান মোল্লার মেয়ে খুশির সাথে আলমডাঙ্গা হাইরোর্ডের খন্দকার খাদেমুল ইসলামের ছোট ছেলে আহাদের সাথে ২৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। কিন্তু লোভী স্ত্রী খুশির চাহিদা মেটাতে পর্যায়ক্রমে সকল সম্পত্তি বিক্রি করে আহাদ। কিন্তু শেষ পর্যন্ত তার চাহিদা এতটাই বেড়ে গিয়েছিলো যে আহাদকে হত্যা করা হয়েছিলো।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার নাট্যকর্মি আহাদ হত্যার ১৮ দিন পার : নেই আটক

আপলোড টাইম : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতি নাট্যকর্মি খন্দকার হাকিমুল ইসলাম আহাদকে কুষ্টিয়া ইবি থানাধীন মাঝিলা গ্রামের নিজ বাড়িতে স্ত্রী, জামাইসহ কয়েকজন মিলে হত্যা করার ১৮ দিন অতিবাহিত হলেও এজাহারভুক্ত আসামিরা কেউই আটক হয়নি। এ ঘটনায় আহাদের ৯১ বছর বয়সি বৃদ্ধা মাতা নীরবে অশ্রু বিসর্জন করছেন। জানা গেছে, ঈদুল আযহার আগের দিনগত রাতে এই হত্যাকা- ঘটে। কুষ্টিয়া জেলার ইবি থানার মাঝিলা গ্রামের সাবান মোল্লার মেয়ে খুশির সাথে আলমডাঙ্গা হাইরোর্ডের খন্দকার খাদেমুল ইসলামের ছোট ছেলে আহাদের সাথে ২৮ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। কিন্তু লোভী স্ত্রী খুশির চাহিদা মেটাতে পর্যায়ক্রমে সকল সম্পত্তি বিক্রি করে আহাদ। কিন্তু শেষ পর্যন্ত তার চাহিদা এতটাই বেড়ে গিয়েছিলো যে আহাদকে হত্যা করা হয়েছিলো।