অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি
নিজস্ব প্রতিবেদক:
অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে আলমডাঙ্গার দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে প্রায় ৭০ হাজার টাকা মূল্যমানের আইসক্রিম ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, এদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আলমডাঙ্গা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাছ বাজারের পাশে মেসার্স শফি বরফকলে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, মেয়াদ এবং মূল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স জে পি আইসক্রিম ফ্যাক্টরিকে একই অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি ফ্যাক্টরি থেকে বিক্রয়ের জন্য মজুদকৃত প্রায় ৭০ হাজার টাকা মূল্যের আইসক্রিম ধ্বংস করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।