আলমডাঙ্গার তিন অসুস্থ আ.লীগ নেতাকে দেখতে প্রফেসর ডা. মাহবুব মেহেদী
- আপলোড টাইম : ০৯:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৪৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার তিনজন অসুস্থ আওয়ামী লীগ নেতাকে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাদের বাড়িতে গিয়েছিলেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল শনিবার ভিন্ন ভিন্ন সময়ে তিনি এই আলমডাঙ্গার তিনজন আওয়ামী লীগ নেতাকে দেখতে যান। চুয়াডাঙ্গা মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাফায়েত মিয়া বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন যাবত অসুস্থ। ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বর্তমানে শারীরিকভাবে অসুস্থ আছেন এবং আলমডাঙ্গার সাবেক আওয়ামী লীগ নেতা শফিকুল আলম অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী তাদের বাড়িতে যান। এসময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলীল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, ডাউকি আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনিয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু প্রমূখ।