আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ডাউকি ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু।
তিনি বলেন, ‘ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান মরহুম লুৎফর রহমান আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর মৃত্যুজনিত কারনে উপনির্বাচন হচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপির নির্দেশে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একজন প্রার্থী করতে চেষ্টা করেছি। কিন্তু কেউ একমত হতে না পারায় আমরা একক প্রার্থী ঘোষণা দিতে পারছি না। জেলা নের্তৃৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন, আমরা তা মেনে নেব।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মণ্টু ও সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান। ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক তরিকুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা তুহিন, ওয়াজেদ আলী, জিল্লুর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ। ডাউকি উপনির্বাচনে পাঁচজন প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তাঁরা হলেন- আতিয়ার রহমান, নুরুল ইসলাম দিপু, তরিকুল ইসলাম, নাজমুল হক স্বপন ও ইউনুছ আলী।
হোম আজকের পত্রিকা শেষের পাতা আলমডাঙ্গার ডাউকিতে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষে আ.লীগের মতবিনিময় সভা