
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার টেকভিশন আইসিটি কেয়ারের আয়োজনে যশোর জেস গার্ডেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাইটেক পার্ক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বিল্ড ইওর বেস্ট কেরিয়ার স্লোগানে এ শিক্ষা সফরটি গতকাল সকাল ৮ টার দিকে আলমডাঙ্গা থেকে যাত্রা শুরু করে দুপুর ১২ টার দিকে যশোর জেস গার্ডেনে পৌঁছায়। সেখানে চড়ুইভাতি ও বিভিন্ন ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার প্রশিক্ষক ও টেকভিশন আইসিটি কেয়ারের পরিচালক গিয়াস উদ্দিন শুভর সার্বিক সহযোগিতা ও পরিচালনায় বিশেষ শিক্ষা সফরে অতিথি ছিলেন মীর আহমদ আলী, বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম জামিরুল ইসলাম খান জামিল, মেরিট স্কুলের শিক্ষিকা উম্মে সুমাইয়া তৃশা।
এছাড়াও শিক্ষা সফরে উপস্থিত ছিলেন গোলাম রাব্বি, রিদওয়ান, জিসান, রাজা, বাদশা, সোয়াইব, ফারদিন, নাফিজ, সুভন, আতিকুজ্জামান, সজিব, রাজ, আতিকুর, রেশমা, আজমিরা, শান্তনা, সোনিয়া, হানিফা, মনিরা, সাদিয়া, তৃশা, নিশি, তানিয়া, চাঁদনি, রাতুল হাসান, মনোয়ার, রাতুল, রাব্বি, ইমন, জামিল, রুম্মান, খালেদ হোসেন, ওমর, সলেমান, চঞ্জল, পিয়াস, সাগর, আকরাম প্রমুখ।