শিরোনাম:
আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের এক বৃদ্ধের গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১১:৩০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬
- / ৫৭৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে ইসতাফ আলী ঘরের আড়ার সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে। জানাযায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত বানাতুল মন্ডলের ছেলে ইসতাফ আলী (৫৫) দির্ঘদিন এজমা রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছিল। অনেক চিকিৎসা করেও এজমা রোগ ভালো না হওয়ায় খুব মনকষ্টে দিনাতিপাত করছিল ইসতাফ আলী। একসময় বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে। গতকাল সকাল ১১ টার দিকে নিজ ঘরের টিনের আড়ায় গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। ইসতাফের স্ত্রীর নাম জফুরা বেগম। ইসতাফ আলীর ২ ছেলে ও ১ মেয়ে আছে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার এসআই শ্যামল কুমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। বাড়ির কারো কোন আপত্তি না থাকায় গতকাল ইসতাফ আলীর মরদেহ দাফন সম্পন্ন হয়েছে বলে জানাগেছে।
ট্যাগ :