মুন্সিগঞ্জ থেকে সংবাদদাতা:
বর্তমানে মোটরসাইকেল একটি গুরুত্বপূর্ণ যানবাহন। কিন্তু সবার নতুন বাইক কেনার সামর্থ্য থাকে না। আবার অনেকে নিজের ব্যবহৃত মোটরসাইকলেটি দ্রুত বিক্রি করে আরেকটি বাইক কিনতে কাস্টমার খুঁজে থাকেন। এ সকল বিষয় মাথায় রেখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা বাজারের হাসপাতাল মোড় সংলগ্ন পানের হাটে প্রতি সোমবার বসছে পুরোনো মোটরসাইকেলের হাট। অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক রোকন ও হাট ব্যবসায়ী ইদ্রিস আলীর উদ্যোগে এ হাটের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার হাটের প্রথম দিনে ক্রেতা ও বিক্রেতার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। হাটের প্রথম দিনে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত মূল্যের এদিন বাইক কেনা-বেঁচা হয়।
জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, ‘এই এলাকার মোটরসাইকেলপ্রেমী মানুষদের কথা ভেবে এই হাট বসানো হয়েছে। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’
হাট ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, ‘পুরোনো মোটরসাইকেলের বেঁচা-কেনার জন্য সবাই এই হাটে আসতে পারবেন। আমরা হাটে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি। এই হাটে এসে কেউ হয়রানির শিকার হবে না।’