আলমডাঙ্গার জামজামি জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন
- আপলোড টাইম : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
- / ৭০৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার জামজামি জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন। সভাপতি হিসেবে পূণরায় নির্বাচিত হয়েছেন জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। জানা যায়, আলমডাঙ্গা উপজেলাধীন জামজামি ইউনিয়নের চরপাড়া জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে প্রধান শিক্ষক মশিউর রহমানের নেতৃত্বে বিদ্যালয় চত্ত্বরে উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হন জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। নির্বাচনের পর আনুষ্ঠানিক সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চরপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাঈম হাসান, ৯ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস শুকুর, ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বর নয়নতারা, সাবেক মেম্বর ওয়াদ আলী মালিক, অভিভাবক সদস্য খেদের আলী, সাইফুল ইসলাম, বাবুর আলী, তাফুর আলী, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আনেয়ারুল ইসলাম, আইনাল হক, আলী হোসেন, ইসলাম উদ্দিন, দেলোয়ার হোসেন, হায়দার আলী, আতিয়ার রহমান, জিনারুল ইসলাম, কাজল হোসেন, আরজান আলী ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি বলেন, বিগত দিনের বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। আপনাদের সহায়তায় বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয়ে পরিণত করা হবে।