আলমডাঙ্গার জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

logo

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভোগাইল বগাদিতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুপক্ষই আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। থানা সূত্রে জানা যায়, গত সোমবার জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় উপস্থিত হয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’