ইপেপার । আজ সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গার ছত্রপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
  • / ৩২৪ বার পড়া হয়েছে

20160924_120037

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের দিনমজুর রইচ সর্দার মাঠে ধান নিড়ানো সময় বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। জানা যায়, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া অভয়নগর গ্রামের মকছেদ সর্দারের ছেলে রইচ সর্দার বেলা সাড়ে ১১ টার সময় তার ছোট ছেলে পলাশকে সাথে নিয়ে নিজের জমিতে ধান নিড়াচ্ছিল। হঠাৎ প্রচন্ড মেঘ ও বজ্র বৃষ্টি দেখে ছেলে পলাশ তার বাবাকে বাড়ি যেতে অনুরোধ করে। রইচ সর্দার ওই মাঠ থেকে উঠে জমির অন্য আইলে গিয়ে ঘাস কাটতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে বজ্রপাত ঘটলে রইজের বুকটা সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রচন্ড শব্দে কানের তালা ফেটে কান থেকে রক্ত বেড়িয়ে পড়ে। বজ্রপাতে ঘটনাস্থলেই রইচ মৃত্যুবরণ করে। ছোট ছেলে পলাশ প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটায় পিছন ফিরে তাকিয়ে দেখে তার পিতা ওখানে নেই। ছুটটে ছুটতে মাঠের আইলের কাছে কাছে এসে দেখে পিতা রইচ সর্দার মৃত অবস্থায় পড়ে আছে। সংবাদ বাড়ি পৌঁছালে বাড়িতে কান্নার রোল পড়ে। এলাকার মানুষ তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। রহিম সর্দার মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। গতকালই জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গার ছত্রপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ১২:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬

20160924_120037

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের দিনমজুর রইচ সর্দার মাঠে ধান নিড়ানো সময় বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। জানা যায়, আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া অভয়নগর গ্রামের মকছেদ সর্দারের ছেলে রইচ সর্দার বেলা সাড়ে ১১ টার সময় তার ছোট ছেলে পলাশকে সাথে নিয়ে নিজের জমিতে ধান নিড়াচ্ছিল। হঠাৎ প্রচন্ড মেঘ ও বজ্র বৃষ্টি দেখে ছেলে পলাশ তার বাবাকে বাড়ি যেতে অনুরোধ করে। রইচ সর্দার ওই মাঠ থেকে উঠে জমির অন্য আইলে গিয়ে ঘাস কাটতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে বজ্রপাত ঘটলে রইজের বুকটা সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রচন্ড শব্দে কানের তালা ফেটে কান থেকে রক্ত বেড়িয়ে পড়ে। বজ্রপাতে ঘটনাস্থলেই রইচ মৃত্যুবরণ করে। ছোট ছেলে পলাশ প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটায় পিছন ফিরে তাকিয়ে দেখে তার পিতা ওখানে নেই। ছুটটে ছুটতে মাঠের আইলের কাছে কাছে এসে দেখে পিতা রইচ সর্দার মৃত অবস্থায় পড়ে আছে। সংবাদ বাড়ি পৌঁছালে বাড়িতে কান্নার রোল পড়ে। এলাকার মানুষ তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। রহিম সর্দার মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। গতকালই জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।