আলমডাঙ্গার খাসকররা বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড টাইম : ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৯৮ বার পড়া হয়েছে
শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও খাসকররা বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল শনিবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশের বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন- বিএনপি-জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিল তখন জনগন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিল। সেই অবনতির অবস্থা থেকে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ম্যধম আয়ের রাষ্ট্রে উন্নীত হয়েছে। এছাড়া তিনি আরো বলেন- বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা তার নিরলস ভূমিকা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তার এ নিরলস পরিশ্রমের ফল বাংলাদেশের জনগনের কাঙ্খিত সপ্ন পদ্মা সেতু আজ দৃশ্যমান। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের শিখরে যাচ্ছে তা আজ বিশ্বব্যাপি সমাদৃত হচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মজিবুল হক, আলমডাঙ্গা পল্লী বিদুৎ সমিতির পরিচালক গোলাপ, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আহব্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান নান্নু, খাসকররা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোনা মিয়া, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, খাসকররা ইউনিয়ন আওয়ালীগের সদস্য ঝন্টু মিয়া, খাসকররা ইউনিয়ন তাতী লীগের সভাপতি রিয়াজুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মামুন, আইলহাস ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, আইলহাস ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সিকান্দার আলী, আইলহাস ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকুল,
খাসকররা ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস আলী, খাদিমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, খাসকররা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম, খাসকররা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক বাবুল আক্তার, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খবিরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, সাধারণ সম্পাদক আজিবার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, খাসকররা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল, তালুককররা কৃষি ক্লাবের সভাপতি শাহাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, আওয়ামী লীগ নেতা খোকন, তুহিন মিয়া, মিলন হোসেন, খোদা বক্স, শামসুল, সজিবুর রহমান, শফি, কালু, আব্বাস, রবিউল প্রমূখ।