আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে সাত যুবকের উদ্যোগে করোনাভাইরাস মুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। স্বেচ্ছাসেবী যুবকেরা হলেন রাজিবুল ইসলাম শান্ত, হুমায়ন কবির, রমিজ আহমেদ, আল আমিন, তরিকুল ইসলাম, শিমুল বিশ্বাস ও বাঁধন আলী। কলেজপড়ুয়া এই সাত যুবক প্রতিদিন গ্রামের সড়ক, প্রতিটি বাড়ির আঙিনা, মসজিদ ও বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে জীবাণুনাশক স্প্রে এবং করোনা সম্পর্কে জনগণকে সচেতন করে আসছেন। রাজিবুল ইসলাম শান্ত জানান, গত ২৯ মার্চ থেকে এই কষ্টসাধ্য কাজটি তাঁরা করে আসছেন। ব্লিসিং পাউডার দিয়ে নিজেরাই জীবাণুনাশক তৈরি করেন। ইন্টারনেট থেকে জীবাণুনাশক তৈরি শিখেছেন। তা ছাড়া বিদেশ থেকে কেউ বাড়িতে ফিরলে কোয়ারেন্টিনে থাকার গুরুত্ব বুঝিয়ে থাকেন। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। শিমুল বিশ্বাস জানান, শুধু গ্রামে জীবাণুনাশক ওষুধ প্রয়োগের মধ্যেই তাঁদের কাজ সীমাবদ্ধ নেই। লকডাউন ও শারীরিক দূরত্ব মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করানোর চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। তা ছাড়া কর্মহীন দরিদ্র মানুষকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নুসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করারও চেষ্টা করেন।
