আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বেলগাছি গ্রামের আবুল কালাম (৪০) ওরফে বোমা কামালকে মোটরসাইকেল ছিনতাই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ একাধিক মামলা রয়েছে। গতকাল শনিবার তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত চার মাস আগে আলমমডাঙ্গার এক ব্যক্তির একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছিনতাইয়ের সন্দিগ্ধ আসামি হিসেবে পুলিশ বেলগাছি গ্রামের আবুল কালাম ওরফে বোমা কালামকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে কালামার নামে আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একজন মোস্ট ওয়ান্টেড। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বোমা হামলার ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়, ২০১৭ সালের ১০ আগস্ট অস্ত্র আইনে মামলা দায়ের হয়। একই বছর ২৮ ফেব্রুয়ারি বোমা কালাম বিপুল পরিমাণ মাদকসহ আটক হলে ওইদিন তাঁর নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়। এছাড়াও তাঁর নামে চুরি, ছিনতাই ও মারামারি মাসলা রয়েছে। আটক রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
