আলমডাঙ্গার আইলহাঁসের মুদি ব্যবসায়ী হাসিবুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
- আপলোড টাইম : ০৯:২৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৩৬৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার আইলহাঁসের মুদি ব্যবসায়ী হাসিবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসিবুলের পিতাসহ আইলহাঁস গ্রামবাসী। গতকাল বেলা সাড়ে এগারোটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হাসিবুলের পিতা আব্দুল কুদ্দুস বলেন- হাসিবুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে তার খুনিরা নানাভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা হাসিবুলের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন হাসিবুলের মামা ফজলু, মামা ইলিয়াস বিশ্বাস, দুলাভাই আবুল কালাম, চাচা ইদ্রিস আলী, ভাগনে সাগর হোসেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই, আলমডাঙ্গার প্রত্যন্ত আইলহাঁস গ্রামের মাঠে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় হাসিবুল নামের এক মুদি ব্যবসায়ীকে। পরে মাঠ থেকে হাসিবুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আসামি মিলন নামে একজনকে পুলিশ আটক করেছে। মামলার অন্য আসামী আপিল পলাতক রয়েছে।