আলমডাঙ্গায় ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় ৮ কেজি গাঁজাসহ ফিরোজ খান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের খাজা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ গাংনী উপজেলার খাসমহল এলাকার খানপাড়া গ্রামের হাসেম খানের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সকাল ৯টার দিকে গাংনীর খাসমহল সীমান্ত থেকে ৮ কেজি গাঁজা আনে ফিরোজ। ৫ হাজার টাকার চুক্তিতে সেগুলো সে ভালাইপুরে নিয়ে যাচ্ছিল। সে চিৎলা গ্রামের খাজা মোড়ে পৌঁছালে ইজিবাইকসহ তাকে আটক করে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফিরোজকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।